গেম রিভিউ::: উলফেনস্টেইন:::

Wolfenstein is a science fiction first-person shooter video game co-developed by Raven Software, id Software, Pi Studios and Endrant Studios and published by Activision.

প্রাগৈতিহাসিক কাহিনী: ১৯৮১ সালে musa software প্রথম বের করে Castle Wolfenstein, তারপর এ সিকুয়াল Beyond Castle Wolfenstein, ১৯৮৪ সালে। দুটাই ছিল ২ডি। এরপর ১৯৯২ সালে বের হলো Wolfenstein 3D; যার সাথে আমরা প্রায় সবাই পরিচিত। এরপর আরো আসে Spear of Destiny, 1992 ; Return to Castle Wolfenstein, 2001 ; Wolfenstein: Enemy Territory, a free multiplayer game Return to Castle Wolfenstein এর উপর বেস করে, released in 2003; ৩ডি সবগুলোর সাথেই জড়িত id software. এবার এরি টাইটেল নিয়ে বের হলো Wolfenstein.
কাহানী অব দ্যা গেম: ২য় বিশ্বযুদ্ধের সময়কার কাহিনী। আপনি হলেন গিয়া এক আম্রিকান ইস্পাই।নাম হইল B.J. Blazkowicz. আপনে বিশাল হিরোও বটে। সব্বাই আপনার নাম জানে। জার্মান নাজ্জিরা আপনার কল্লার উপ্রে ট্যাক্স বসাইছে। আপনারে দেখামাত্রই কেল্লাফতে কইরা দিব। আপনারে সাহাইজ্য করার মত লোকের ও অভাব নাইক্কা। ক্রাইসও নামে একটা বিদ্রোহী গ্রুপ আপনারে সবজাগায় সাহায্য কইরব।সেই গ্রুপের লিডার হইল ক্যরলিন। আপনার কাজ BLACK SUN নামে একটা এসএস গ্রুপএর বিরুদ্ধে বিভিন্ন একশন। গেমে আপনার থাকবে বিভিন্ন পাওয়ার। আপনি সময়ের উপ্রে বিভিন্ন ক্ষমতা ফলাইবেন।বিস্তারিত গেমে জাইনতে পাইরবেন। ২য় বিশ্বযুদ্ধে নাজ্জি বাহানীর উপ্রে যারা ক্ষেইপা আসেন। তাদের কুনো চিনতা নাই। এক্কারী ইচ্ছামত মাইরবেন। No চিন্তা Do ফূর্তী। এক্কারী ম্যন ফ্রাই বানাই দিবেন। Continue reading গেম রিভিউ::: উলফেনস্টেইন:::

গেম রিভিউ ::: দ্যা হুইলম্যান :::

Wheelman

Publisher: Midway Games

Developer: Midway Studios – Newcastle
ফ্রিরোমিং গেমগুলোর মধ্যে সবচে মজাদার হলো গ্রান্ডথেফ্ট অটো। কিন্তু এবার GTA IV পিসি ভার্সন আমাদের মন ভরাতে পারেনি। তাতে কি।একটি গেম কিন্তু তা দারুণ ভাবে আমাদের ভুলিয়ে দিয়েছে। সেইটা হলো THE WHEELMAN. আপনেরা প্রায় সবাই নিশ্চই Vin Diesle রে চিনেন? কেন চিনবেন্না। THE FAST AND THE FURIOUS এর সব গুলো সিরিজ দেখেনাই এমন লোক খুজে পাওয়া দুস্বাধ্য। যাই হোক আসল কাহিনীতে আসি।

কাহানী অব দ্যা গেম: আপনে চাক্কামানব মানে হুইলম্যান আরকি। আবার এটা ভাইবেন্না যে আপনের কাছে পাউয়ার আসে সুপারম্যান, ব্যাটম্যান ইত্যাদী ইত্যাদী ম্যান দের মতন। জ্বিনা, আপনে একজন ড্রাইভার। একজন ট্রান্সপোর্টার ও বলতে পারেন। আপনের কাজ থাকবে বার্সলোনা শহরে বিভিন্ন কার্টেল দের বিভিন্ন জিনিষ বিভিন্ন স্থানে পৌছানোর কাজ করা। যেখানে আপনে ডার্লিং (নায়িকা) হিসাবে পাইবেন (শালা আমি নিজেই নাম ভুলে গেসি : imdb সার্চ মারলাম হুম মনে পড়ছে) LUMI. তয় তিনি সবসময় লগে থাকবনা প্রিন্স অব পার্সিয়ার মতন। আপনার মুল কাজ হলো সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরুন। সেট ক্যামনে করবেন গেম খেল্লেই টের পাইবেন। তয় সাবধান গেম খেলার সময় টেবিলে গ্লাস , চায়ের কাপ থাকলে সরাইয়া নিবেন।

গেমের বিভিন্ন সুযোগ সুবিধা:

ভিহাইকল মিলি: মাউস দিয়া আপনে যেকোন আসেপাসের গাড়িকে বাড়ি মারবেন।

ফোকাস গজ: এটা কিন্তু ফোকাস মাপার গজ না। আপনে গাড়ির বিভিন্ন স্টাইলে চালালে আপনার ফোকাস মিটার পরিপূর্ন হবে এবং আপনে সেটা ইউজ করে সামনে পিসে হলিউড স্টাইলে  মারতে থাকবেন।

Continue reading গেম রিভিউ ::: দ্যা হুইলম্যান :::

গেম রিভিউ: প্রিন্স অব পারসিয়া [২০০৮]


আমার খেলা প্রথমদিকের গেম গুলির মধ্যে অন্যতম একটি গেম ছিল প্রিন্স অব পারসিয়া [১৮৮৯]। গেমটি বের হয়েছিল পিস ম্যাক এর জন্য। এর পর ১৯৯২ তে পিসি ডস মুডি বের হয়। পর্যায় ক্রমে বের হয়ে প্রিন্স অব পারসিয়া ২:দ্যা স্যাডো আব ফ্লেম। প্রথম দুটি বের করে বর্ডারব্যান্ড। এর এরপর ১৯৯৯ তে বের হয় প্রিন্স অব পারসিয়া ৩ডি, বের করেছিল রেড অর্ব এন্টারটেইনমেনরট।

Continue reading গেম রিভিউ: প্রিন্স অব পারসিয়া [২০০৮]

[Bangla Game Review] Need For Speed: Undercover

nfs undercover

এক্কারী ছোটবেলা থেকে আমি এনএফএস সিরিজের ভক্ত। এরই ধারাবাহিকতায় গতমাসে কিনলাম এসিরিজের নতুন রিলিজ নীড ফর স্পিড: আন্ডারকভার।
গত বছরছিল নীড ফর স্পিড: প্রোস্ট্রিট। যেটা কিনা ছিল (আমার মতে) ভূয়া।
এবার তাই ভাবলাম নতুনডা সুন্দর হইবেক। কিনতু নাহ! হতাশ আমি।

আমার মতে
১। গেমপ্লে : মোটামুটি। ৫০-৫০ চান্স।
২। গ্রাফিক্স : চলে। কিন্তু যাদের দামী গ্রাফিক্স কার্ড, তারা হতাশ হবেন।
৩। সিনেমাটিক : চলে। নায়িকাটা ভালই।
৪। কন্ট্রোল : চ্যালেন্জিং না। ২বছরের বাচ্চাটাও চালাতে পারবে।
৫। গড়ে স্কোর: ৬.৭/১০

Continue reading [Bangla Game Review] Need For Speed: Undercover

[Bangla Game Review] Call Of Duty: World at War

banner
যুদ্ধবাজ গেমগুলানের মদ্যে সবচে নতুন বাজারে বাইর হলো “কল অব ডিউটি : ওয়ার্ল্ড এট ওয়ার”
কল অব ডিউটি or COD সবচে নতুন সংযোজন এটা। এর আগের ডা চিল ‘কল অব ডিউটি ৪ : মর্ডান ওয়ারফেয়ার’
আগের ডা নিয়া মুসাব্বির বাই লেকচেন। http://amarblog.com/musavvir/27343
হেডা ছিল মারাত্নক জটিল গেম। কি কমু বাইরা চোখের পাতা পড়েনাই।
আইস্যা যাই হোক লাইনে আসি।

fire

কাহানী আব দ্যা গেম:
২য় বিশ্বযুদ্ধ চলাকালীন কয়জন সৈনিকের ঘটনা নিয়া এই গেম। আপনে খেলার সময় মনে অইব আপনেই সে সৈনিক। শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি গেমটা ছেড়ে বাথরুমেও যেতে চাইবেননা। আরে আমি তো পুরা টানা ছ’ঘনটা খেললাম। তয় কইলাম আপণে হতে হবে ১৮+। কেননা রিয়েস্টিক কিলিং। সাউনড ইফেক্ট, কি কমু বাই। গেম খেলনের সময় আপনার ছোড বাই বোনরে দুরে রাকবেন। গেমের ইফেক্ট জঠিল বাই। যেমন গেম তেমন গ্রাফিক্স। পানি দেকলে মনে অইব লাফ দিয়া আগে গোশল করি, যুদ্ধ হরে আইব। Continue reading [Bangla Game Review] Call Of Duty: World at War

[Bangla Game Review] Farcry 2

আপনারা অনেকেই ২০০৪ সালে নির্মিত গেম ফারক্রাই খেলেছিলেন। অ্যাকশন ফার্স্ট পারসন শুটার। ফ্রী পাবেন
http://www.gamershell.com/download_20867.shtml [no resume]
http://www.ubi.com/ [resume able, search in downloads]

এবার এরই ধারাবাহিকতায় অক্টোবরে বের হলো FARCRY 2.
FARCRY তৈরী হয়েছিল CRY ENGINE দিয়া, যার CREATORS হলো CRYTEK যারা কিনা CRY ENGINE 2 দিয়ে বের করেছিল[EA] CRYSIS, CRYSIS:WARHEAD এর মত গেম।
এবার কিন্তু বের করেছে UBISOFT MONTREAL STUDIOS যারা বের করেছিল PRINCE OF PERSIA: sands of time, Prince of Persia : Warrior Within, Prince of Persia: The Two Thrones, and THE PRINCE OF PERSIA [2008 pending].
FARCRY2 এর জন্য তারা ব্যাবহার করেছে DUNIA ENGINE.

এই সব গেমই বাজারে আনে UBI SOFT. যাদের আরো আছে SPLINTER CELL, GRAW এর মত সিরিজ।

যাই হোক আসল জায়াগায় আসি।

কাহানী অব দ্যা গেম:
এই গেমে আপনাকে শুরুতেই দেয়া হবে ৯জন ক্যারেক্টার। এর মধ্যে যেকোন একজনকে নিয়ে খেলতে হবে।
আপনার কাজ “দ্যা জাকেল” নামক একজন কে খুজে বের করা যে কিনা হাজার হাজার সাধানণ মানুষের জন্য হুমকীসরূপ। আপনি তার বিভিন্ন দুর্বলতা বের করে তাকে মারতে হবে। যেখানে তার হাতে রয়েছে মারাত্নক খুনে বাহিনী, পুলিশ, আর্মি ইত্যাদী । আপনাকে কিছ কিছ মিশন আন্ডারকভার হয়ে খেলতে হবে।

গেমপ্লে:
গেমটি মোটামুটি রিয়েল টাইম। সম্ভবত ৬ বা ১২ ঘন্টায় একদিন হয়। আপনাকে ছেড়েদেয়া হবে আফ্রিকার ৫০বর্গকি:মি: এলাকায়। পুরো এলাকা একবারে লোড হবে। আপনি পুরো এলাকা চষে বেড়াতে পারবেন। আপনি মিশন কম্প্লিট করতে যে কোন পদ্ধতি অবলম্বন করতে পারবেন। আপনার যানবাহন হিসাবে আছে, পা, জীপ, সেডান গাড়ী, আর পানিতে রয়েছে ট্রলার। পুরো এলাকায় কোন পাকা রাস্তা আপনার চোখে পড়বেনা। আপনার লাইফ কিনতু লিমিটেড। পেইন কিলার ইন্জকশান দেয়া হবে। আবার আফ্রিকা প্রবেশের কিচুক্ষন পরই আপনি ম্যালেরিয়া আক্রান্ত হবেন। তাই মাঝে মাঝে অতিরিক্ত টেনসান বা পরিশ্রম করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। চিন্তার কিছু নেই। আপনার কাছে থাকেব ট্যাবলেট। গেমের মধ্যে আপনার কিছু বন্ধু থাকবে। বেশী বিপদ বা অসুস্থ হলে যদি আপনার কাছে অসুধ না থাকে তবে তারা আপনার সাহায্যে চলে আসবে। আবার আপনিও তাদের মাঝে মাঝে হেল্প করবেন। রাস্তা চেনার জন্য আপনার কাছে থাকবে GPS ম্যাপ। তবে এবার থাকবে ভিন্ন ভাবে। স্ক্রিনের কোনায় না। আপনার পকেটে। গেমটির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স মারাত্নক। কোন মাফ নাই। আমার EASY মুডেও খবর হয়ে যায়। এগেমে আপনার সব শত্রুই মানুষ। কোন ভুত, জানোয়ার নাই। সাবধান!! আপনার হাতের অস্ত্র পুরান হলে আপনি মারাত্নক বিপদে পড়বেন। কারণ, পানিতে ভিজলে বা হঠাৎ করে এটা জ্যাম হয়ে যেতে পারে। যা কিনা মারামারির সময় আপনাকে বিপদে ফেলবে। মোট কথা আপনি ভাবতে হবে যে আপনিই নায়ক এবং সব সিদ্ধান্ত আপনার।
Continue reading [Bangla Game Review] Farcry 2